কম্পিউটার হল একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা-
ü তার
মেমোরিতে থাকা নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
ü যা
ডেটা গ্রহণ করতে পারে।
ü ডেটা
প্রক্রিয়াকরণ করতে পারে।
ü ডেটা
হতে ফলাফল তৈরি করতে পারে।
ü ভবিষ্যতে
ব্যাবহার করার জন্যে ডেটা সংরক্ষণ করতে পারে।
কাজঃ
১। সমস্যা সমাধান করার জন্যে ব্যাবহারকারী যে প্রোগ্রাম তৈরি করে, কম্পিউটার
সেই প্রোগ্রাম তার মেমোরিতে সংরক্ষণ করে।
২। বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন- কীবোর্ড, মাউস,জয়স্টিক,ডিস্ক ইত্যাদির মাধ্যমে
কম্পিউটার ডেটা গ্রহণ করে এবং প্রয়োজন অনুসারে তা সংরক্ষণ করে।
৩। ব্যাবহারকারীর নির্দেশ অনুসারে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করে।
৪। বিভিন্ন অউটপুট ডিভাইস যেমন-মনিটর,প্রিন্টার ইত্যাদির মাধ্যমে কম্পিউটার
ফলাফল প্রকাশ করে।
৫। ফলাফল পরবর্তীতে ব্যাবহারের জন্যে কম্পিউটার তা সংরক্ষণ করে।
কম্পিউটার এবং এর গুরুত্বপুর্ন কাজ সমূহ
Reviewed by Unknown
on
3:16 PM
Rating:
Reviewed by Unknown
on
3:16 PM
Rating:

No comments: