গ্লোবাল ভিলেজ হচ্ছে একটি সামাজিক এবং সাংস্কৃতিক
ব্যবস্থা যেখানে সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও
তথ্য প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। যোগাযোগ
প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়ন এবং আধুনিক সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষ
ধীরে ধীরে গ্লোবাল ভিলেজে প্রবেশ করছে।
গ্লোবাল ভিলেজের সুবিধাঃ
1.
গ্লোবাল
ভিলেজের মাধ্যমে সারা দুনিয়া মানুষের হাতের মুঠোয় এসেছে।
2.
মানুষের
কাজের দক্ষতা ও কাজের গতি বৃদ্ধি পেয়েছে।
3.
ব্যাবসা-
বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন সহজতর হয়েছে।
4.
ঘরে বসেই
উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।
5.
সকল
ব্যাবস্থাপনার খরচ কমে আসছে।
6.
সহজেই
বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে।
7.
শিক্ষা
ব্যবস্থা উন্নত হচ্ছে।
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান
উপাদান সমূহ
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ হলো-
১। হার্ডওয়্যার।
২। সফটওয়্যার।
৩। কানেক্টিভিটি।
৪। ডেটা।
৫। মানুষের সক্ষমতা।
হার্ডওয়্যারঃ হার্ডওয়্যার এর মধ্যে রয়েছে বিভিন্ন তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি, যেমন- কম্পিউটার এবং এর সাথে যুক্ত পেরিফেরাল
যন্ত্রপাতি, মোবাইল ফোন, স্মার্ট ফোন, অডিও-ভিডিও রেকর্ডার,
স্যাটেলাইট,রেডিও,টেলিভিশন, ইত্যাদি।
সফটওয়্যারঃ সফটওয়্যার এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং
সিস্টেম, ব্রাঊজার, কমিউনিকেটিং সফটওয়্যার, বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ইত্যাদি।
কানেক্টিভিটিঃ নিরাপদ নেটোয়ার্ক বা কানেক্টিভিটি গ্লোবাল ভিলেজের
মুল ভিত্তি। এই কানেক্টিভিটি বা নেটোয়ার্কের মাধ্যমেই তথ্য- উপাত্ত মানুষের কাছে
পৌঁছায়। এই কানেক্টিভিটির মাধ্যমেই মানুষ গ্লোবাল ভিলেজের সাথে সবসময় যুক্ত
থাকে।
ডেটাঃ ডেটাকে প্রসেসিং করেই ব্যাবহার যোগ্য তথ্যে পরিণত করা হয়।
গ্লোবাল ভিলেজে বসবাস করতে বিভিন্ন সময় যে বিভিন্ন তথ্যের দরকার হয় তা ডেটা
প্রসেসিং করার মাধ্যমে পাওয়া যায়। গ্লোবাল ভিলেজে ডেটা বা তথ্যকে একে অপরের সাথে
প্রয়োজন অনুসারে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে হয়।
মানুষের সক্ষমতাঃ গ্লোবাল ভিলেজ যেহেতু তথ্য-প্রযুক্তি
নির্ভর তাই এটির সঠিক ব্যাবহারের জন্যে তথ্য-প্রযুক্তি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা
দরকার। মানুষ যদি তথ্য-প্রযুক্তি ব্যাবহারের সক্ষমতা অর্জন করতে না পারে তাহলে
গ্লোবাল ভিলেজ মানুষের কোনো উপকারে আসবে না। তাই মানুষের সক্ষমতা গ্লোবাল ভিলেজের
অন্যতম উপাদান।
গ্লোবাল ভিলেজ
Reviewed by Unknown
on
1:05 PM
Rating:
Reviewed by Unknown
on
1:05 PM
Rating:

No comments: