Most Recent

টুইস্টেড পেয়ার ক্যাবল

গঠনঃ
১।দুটি পরিবাহী তারকে সুষমভাবে পেচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়।
২।মোট চার জোড়া তার ব্যাবহার করা থাকে।
৩। প্রতি জোড়া তারের মাঝে একটি কমন রঙ থাকে, বাকি তার গুলি ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে।
সুবিধাঃ
১।এটি সব থেকে কম ব্যয়বহুল
২।সহজে স্থাপন করা যায়।
অসুবিধাঃ
১। ১০০ মিটারের বেশি দুরত্বে ডাটা প্রেরন করা যায় না।
২। পাতলা তাই সহজে ছিঁড়ে যায়। 

টুইস্টেড পেয়ার ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবল Reviewed by Unknown on 10:26 PM Rating: 5